বিপিএলে টাইগার ব্যাটসম্যানরা কত রান করল

এবারের বিপিএলে প্রথম দিকে ব্যাটিংয়ে আধিপত্য ছিল বিদেশি ব্যাটসম্যানদের। তবে সময় গড়ানোর সাথে সাথে অনেক পার্থক্য এসেছে। সেরা রান সংগ্রাহক হতে না পারলেও শীর্ষ তিনে উঠে এসেছিলেন তামিম ও মুশফিক।

তবে বাংলাদেশি অন্যান্য তারকারা কেমন করল ব্যাটিংয়ে? চলুন এক নজরে দেখে নেয়া যাক…

১. তামিম ইকবাল- ৪৬৭ রান

২. মুশফিকুর রহীম- ৪২৬ রান।

৩. রনি তালুকদার- ৩১৭ রান।

৪. ইয়াসির আলী- ৩০৭ রান।

৫. সাকিব আল হাসান- ৩০১ রান।

৬. জুনায়েদ সিদ্দিক- ২৯৮ রান।

৭. সাব্বির রহমান- ২৭৬ রান।

৮. আফিফ হোসেন- ২৪৮ রান।

৯. মোসাদ্দেক হোসেন- ২৩৩ রান।

১০. মোহাম্মদ মিঠুন- ২২২ রান।

১১. মাহমুদউল্লাহ রিয়াদ- ২১৯ রান।

১২. শামসুর রহমান- ২১০ রান।

১৩. এনামুল হক বিজয়- ২০০ রান।

১৪. নুরুল হাসান- ১৯৪ রান।

১৫. লিটন দাস- ১৯২ রান।

১৬. ইমরুল কায়েস- ১৮৩ রান।

১৭. নাজমুল হোসেন শান্ত- ১৩৮ রান।

১৮. আরিফুল হক- ১৩৪ রান।

১৯. জাকির হাসান- ১২৬ রান।

২০. মেহেদী হাসান মিরাজ- ১২৩ রান।

২১. অলক কাপালি- ৯৩ রান।

২২. শুভাগত হোম- ৯৩ রান।

২৩. সৌম্য সরকার- ৮০ রান।