বিপিএলে লিটন দাসের পারফর্মেন্স

এবারের বিপিএলে সিলেট সিক্সার্সের আইকন খেলোয়ার ছিলেন উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস। তবে নামের সাথে লাগানো আইকন তকমটার মর্যাদা রাখতে পারেননি এই জাতীয় দলের তারকা। পুরো বিপিএলেই ছিলেন নিজের ছায়া হয়ে।

বিপিএলে প্রথম ম্যাচে মাত্র ১ রান করেই আউট হয়েছেন লিটন দাস। দ্বিতীয় ম্যাচে কোন রানই করতে পারেননি তিনি। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে তৃতীয় ম্যাচে করেন মাত্র ৯ রান।

ওপেনিংয়ে টানা ৩ ম্যাচ ব্যর্থ হয়ে চতুর্থ ম্যাচে ওয়ানডাউন করেন লিটন। তবে ব্যর্থতা থেকে বেড় হতে পারেননি তিনি। আউট হয়েছেন ৬ রান করে।

টানা চার ম্যাচ ব্যর্থ হওয়ার পর পঞ্চম ম্যাচে জ্বলে উঠেন তিনি। ৪৩ বলে ৭০ রান করেন লিটন যেখানে ৯টি চার ও একটি ছক্কা মারেন।

৬ষ্ঠ ম্যাচে ঝড়ো ইনিংস খেলার চেষ্টা করেছিলেন তিনি। ১৪ বলে ২৭ রান করে আউট হয়েছিলেন সাকিবের বলে।

সপ্তম ম্যাচে রংপুরের বিপক্ষে আউট হয়েছিলেন ৮ বলে ১১ রান করে। ৮ম ম্যাচে খুলনার বিপক্ষে ১ বলই টিকতে পেরেছিলেন লিটন দাস। কোন রান না করেই আউট হয়েছিলেন সেদিন।

নবম ম্যাচে রাজশাহীর বিপক্ষে ১৩ বলে ২৪ রান করেছিলেন লিটন দাস। দশম ম্যাচে ২২ বলে ৩৪ রান করেছিলেন জাতীয় দলের এই ওপেনার। ১১তম ম্যাচে ১০ রান এবং ১২তম ও শেষ ম্যাচে তিনি থাকেন একাদশের বাইরে।

সব মিলিয়ে বিপিএলে ১১টি ম্যাচ খেলে লিটন দাস করেন- ১৯২ রান।