বিপিএলে সর্বোচ্চ ছক্কা মারা ব্যাটসম্যানের তালিকা

বিপিএলের এবারের আসরে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন দুই ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরান এবং আন্দ্রে রাসেল। সিলেট সিক্সার্স তারকা পুরান ১১ ম্যাচে মেরেছেন ২৮টি ছক্কা। সমান ২৮টি ছক্কা মেরেছেন আন্দ্রে রাসেল। তিনি ম্যাচ খেলেছেন ১৫টি।

তালিকার তিনে আছেন রাইলি রুশো। ২৪টি ছক্কা মেরেছেন তিনি। এরপরই আছেন তামিম ইকবাল। ২৩টি ছক্কা মেরেছেন ভিক্টোরিয়ান্স তারকা।

১৮ টি ছক্কা মেরেছেন মুশফিকুর রহীম। ভিলিয়ার্স মেরেছেন ১৭টি ছক্কা। ১৫টি করে ছক্কা মেরেছেন থিসারা পেরেরা, শেহজাদ, সাব্বির, সুনিল নারিন। ১৪টি করে ছক্কা মেরেছেন হেলস ও এভিন লুইস।

১৩টি করে ছক্কা মেরেছেন হযরত উল্লাহ জাজাই, ক্রিস গেইল, রনি তালুকদার। ১২টি করে ছক্কা মেরেছেন ইয়াসির আলী, ক্যামেরুন ডেলপোর্ট, জুনায়েদ সিদ্দিক, ইমরুল কায়েস। ১১টি করে ছক্কা মেরেছেন ডোসকাটে, আফিফ ও পোলার্ড।

১০টি করে ছক্কা মেরেছেন ফ্রাইলিঙ্ক, ডেভিড ভিসে, লরি ইভান্স, মোসাদ্দেক হোসেন।