বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল হরভজন, দলে নেই দুই তারকা

এক সময়ে ভারতীয় দলের অন্যতম সেরা স্পিনার ছিলেন হরভজন সিংহ। এদিকে আসন্ন বিশ্বকাপে কোন কোন ক্রিকেটাররা খেললে দেশের মাটিতেই আসতে পারে কাপ, সেই প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পছন্দের টিম বেছে নিলেন হরভজন। কিন্তু ১১ জনের বদলে ১৫ জনকে বেছে নিলেন তিনি। এবং দলে রাখলেন একাধিক চমক।

এদিকে দারুণ ফর্মে রয়েছেন ভারতের বাঁ হাতি ওপেনার শিখর ধওয়ন। দ্রুত রান তোলার ক্ষেত্রে তাঁর বিকল্প কমই আছেন। হরভজনের দলের প্রথম ওপেনার তিনিই। তবে শুভমন গিলকে রাখেননি তিনি। তাছাড়া ফর্মে ফিরেছেন হিট ম্যান রোহিত শর্মা। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে একদিনের ম্যাচ ও টি-২০তে তাঁর পারফরম্যান্স যথেষ্ট ভাল। ধওয়নের সঙ্গে ওপেন করবেন তিনিই।

দলে অধিনায়ক হিসাবে বিরাট কোহালিকেই রেখেছেন হরভজন। বর্তমানে ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান, রানমেশিন তাই থাকছেন তিন নম্বরে। এদিকে গত কয়েক মাসে খারাপ খেলেননি অম্বাতী রায়ুডু। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্রেবোর্নের মাঠে রায়ুডুর সেঞ্চুরি খুব সম্ভবত তাঁর হাতে বিশ্বকাপের বোর্ডিং পাসটা তুলে দিয়ে গিয়েছে।

তাছাড়া প্রিয় বন্ধু মহেন্দ্র সিংহ ধোনিকেই উইকেটকিপার হিসাবে রাখছেন হরভজন। ধোনির ক্ষিপ্রতা ও অভিজ্ঞতার কারণেই প্রাক্তন অধিনায়ককে দলে চান তিনি। বিশ্বকাপ জেতার ক্ষেত্রে ধোনির অভিজ্ঞতা কাজে আসবেই, মত হরভজনের। এদিকে কেদার যাদব যেমন ব্যাট হাতে ভরসা হতে পারেন, তেমনই বল হাতেও। তাই কেদারকে দলে রাখলেন তিনি। তিনি নামবেন ছ’নম্বরে।

এদিকে হার্দিক পান্ডিয়া বিতর্কের কারণে মাঠের বাইরে থাকলেও ফিরেই সকলকে চমকে দিয়েছেন। স্রেফ গতির কারণে তাঁকে দলে রাখা উচিত, মত হরভজনের। তাছাড়া ব্যাটে-বলে চমকে দেওয়ার ক্ষমতা রাখেন পান্ডিয়া। দলে আছেন চায়নাম্যান কুলদীপ যাদব। বিপক্ষ ইনিংসে ভাঙন ধরানোর ক্ষমতা রয়েছে কুলদীপের।

এদিকে গত কয়েক মাসে দুরন্ত ছন্দে রয়েছেন বুমরা। তিন ফরম্যাট মিলিয়ে সেরাদের মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন। তাছাড়া লেগস্পিনার যুজবেন্দ্র চাহালকে দলে রাখছেন তিনি। এদিকে বুমরার পর দলের সেরা পেসার ভুবনেশ্বর কুমার। তিনিও থাকছেন হরভজনের এই দলে।

বর্তমানে ফিনিশার হিসেবে কার্তিকের বিকল্প এই মুহূর্তে দলে খুবই কমই আছেন। তাছাড়া মোহাম্মদ শামি অন্যতম সেরা পেসার বলে মনে করছেন ভাজ্জি। তাই শামিকে খেলাতেই হবে মনে করছেন হরভজন। তাছাড়া বিজয় শঙ্কর সব ধরনের বলই ভাল খেলতে পারেন বলে মনে করেন হরভজন।

এদিকে উমেশ যাদবকেও ১৫ জনের দলে রেখেছেন হরভজন। ঘরোয়া ক্রিকেটে আত্মবিশ্বাসের কারণেই উমেশকে দলে রাখছেন হরভজন। হরভজন মনে করেন, রবীন্দ্র জাডেজার পক্ষে শুধু মাত্র স্পিনার কোটায় বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া কঠিন। তবে অলরাউন্ডার হিসেবে তাঁর নাম এখনও ভাবায়।

হরভজন সিংয়ের ভারতের দলঃ
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ঋষভ পান্থ, অম্বাতী রায়ুডু, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, কেদার, হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবীন্দ্র জাডেজা, বুমরা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাবব, উমেশ যাদব।