বিশ্বকাপে পাকিস্তানকে বয়কট করা মানে আত্মসমর্পণের চেয়েও খারাপ : শশী তারুর

গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপুরায় সেনা বহরে সন্ত্রাসবাদী হামলা চালায় জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। ভয়াবহ এই জঙ্গি হামলায় ভারতের প্রায় ৪৪ জন সেনা নিহত হয়। হামলার দায় স্বীকার করে নেয় পাকিস্তানের এই জঙ্গি গোষ্ঠী।

এই ঘটনায় তোলপাড় দু’দেশের রাজনৈতিক অবস্থা। যার প্রভাব ক্রিকেট বিশ্বেও পড়েছে। যার ফলে আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছেন সুনিল গাভাস্কার, সৌরভ গাঙ্গুলি, বীরেন্দ্র শেবাগদের মতো ভারতীয় কিংবদন্তি ক্রিকেটাররা।

এদিকে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করলে সেটি আত্মসমর্পণের চেয়েও বেশি খারাপ হবে বলেই মনে করছেন কংগ্রেস সাংসদ শশী তারুর। সম্প্রতি এ প্রসঙ্গে টুইটারে টুইট করেন তিনি।

টুইট বার্তায় তিনি লিখেন, ‘১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময়ও আমরা বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিলাম এবং সেই ম্যাচে জিতেছিলাম। এবারের বিশ্বকাপে যদি আমরা পাকিস্তানের বিরুদ্ধে না খেলি তবে যে শুধু দুই পয়েন্টই হারাব তা নয়। এটা আত্মসমর্পণের চেয়েও খারাপ হবে। কারণ, সেই ক্ষেত্রে কোনও লড়াই ছাড়াই আমরা পরাজয় মেনে নেব।’