বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে অবশেষে মুখ খুললেন কোহলি

গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপুরায় সেনা বহরে সন্ত্রাসবাদী হামলা চালায় জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। ভয়াবহ এই জঙ্গি হামলায় ভারতের প্রায় ৪৯ জন সেনা নিহত হয়। হামলার দায় স্বীকার করে নেয় পাকিস্তানের এই জঙ্গি গোষ্ঠী।

এই ঘটনায় তোলপাড় দু’দেশের রাজনৈতিক অবস্থা। যার প্রভাব ক্রিকেট বিশ্বেও পড়েছে। যার ফলে আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছেন ভারতের বেশ কয়েকজন কিংবদন্তি ক্রিকেটার। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে অবশেষে মুখ খুলেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

এ প্রসঙ্গে কোহলি বলেন, ‘পুলওয়ামা জঙ্গি হানায় যে জওয়ানরা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা রইল। আমরা গোটা দেশের চাওয়ার পাশে রয়েছি। বিসিসিআই যে সিদ্ধান্ত নেবে তা মেনে চলব। কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে, সেটাই মানব।’

যার মানে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারত খেলবে কিনা সেই প্রশ্নের জবাব কোহলি সরাসরি দিতে চাননি। প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন তিনি।