বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচ নিয়ে মুখ খুললেন হরভজন সিং

গেল বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপুরায় সেনা বহরে সন্ত্রাসবাদী হামলা চালায় জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। ভয়াবহ এই জঙ্গি হামলায় ভারতের প্রায় ৪৪ জন সেনা নিহত হয়েছে। আর এই ঘটনার জন্য পাকিস্তানের উপর দোষারোপ করছে ভারত।

যার ফলে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সকল ম্যাচ সম্প্রচার থেকে সরে দাঁড়িয়েছে ভারতীয় কোম্পানি রিলায়েন্স গ্রুপ। এবার পাকিস্তানের সঙ্গে ভারতের খেলা উচিত নয় বলেই মন্তব্য করেছেন ভারতীয় স্পিনার হরভজন সিং। বিশ্বকাপেও ভারত-পাকিস্তান ম্যাচ চান না তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে ভারতের খেলা উচিত নয়। ভারত পাকিস্তানের সঙ্গে না খেলেও বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে। কারণ তারা শক্তিশালী দল।’

এদিকে কাশ্মীরের ঘটনা নিয়ে হরভজন বলেন, ‘সম্প্রতি যে আক্রমণটি হয়েছে সেটা খুবই বাজে হয়েছে। আমি আশা করি এই ঘটনার জন্য সরকার কঠোর সিদ্ধান্ত নিবে। আমি খেলার দিক থেকে একটি কথায় বলতে চাই, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখা উচিত না।’