বিশ্বকাপে বাংলাদেশের সর্বকালের সেরা একাদশ ঘোষণা করল ক্রিকইনফো

চলতি বছরের মে মাসে পর্দা উঠতে যাচ্ছে ২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের। আগামী ৩০ মে ওভালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের ইংল্যান্ড বিশ্বকাপের। বাংলাদেশ প্রথম আসরেই ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তানকে হারিয়ে নিজেদের জানান দেয়।

১৯৯৯ সাল থেকে বিশ্বকাপের প্রতিটি আসরেই বাংলাদেশ দল অংশগ্রহণ করে আসছে। এবারর আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বকাপে বাংলাদেশের সর্বকালের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের সবচেয় জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো।

সেই স্কোয়াডে অধিনায়ক হিসেবে আছেন মাশরাফি বিন মর্তুজা ও উইকেটরক্ষক হিসেবে আছেন মুশফিকুর রহিম। এছাড়াও স্কোয়াডে আছেন ১৯৯৯ বিশ্বকাপ খেলা মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাহমুদ সুজন ও মোহাম্মদ রফিক।

ক্রিকইনফোর দৃষ্টিতে বিশ্বকাপে বাংলাদেশের সেরা একাদশঃ তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মিনহাজুল আবেদীন নান্নু, মোহাম্মদ আশরাফুল, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন।