বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে শচীনের সাফ কথা

গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপুরায় সেনা বহরে সন্ত্রাসবাদী হামলা চালায় জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। ভয়াবহ এই জঙ্গি হামলায় ভারতের প্রায় ৪৯ জন সেনা নিহত হয়। হামলার দায় স্বীকার করে নেয় পাকিস্তানের এই জঙ্গি গোষ্ঠী।

এই ঘটনায় তোলপাড় দু’দেশের রাজনৈতিক অবস্থা। যার প্রভাব ক্রিকেট বিশ্বেও পড়েছে। যার ফলে আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছেন ভারতের বেশ কয়েকজন কিংবদন্তি ক্রিকেটার।

তবে বিশ্বকাপে পাকিস্তানকে দুই পয়েন্ট দিতে নারাজ ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। এ প্রসঙ্গে শচীন বলেন, ‘বিশ্বকাপে সবসময় পাকিস্তানকে হারিয়েছে ভারত। সময় হয়েছে তাদের আরও একবার হারানোর। আমি ব্যক্তিগতভাবে চাই না তাদের দুই পয়েন্ট এমনি এমনি দিয়ে দিতে আর টুর্নামেন্টে সাহায্য করতে।’

তিনি আরো বলেন, ‘তবে এটা বলার পরও আমি বলবো, আমার কাছে ভারতই সবার আগে। তাই আমার দেশ যে সিদ্ধান্ত নেবে, আমি হৃদয় দিতে সেটা সমর্থন করবো।’