বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া কেন অবৈধ নয়, আদালতের রুল

সরকারি হাসপাতালের চিকিৎসকদের দায়িত্ব পালনের সময় বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করা রিটের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি এফআর এম নাজমুল আহসান ও মো. কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

ওই রিট আবেদনটি করেন আইনজীবী আব্দুস ছাত্তার পালোয়ান।

চিকিৎসা সেবায় চিকিৎসকদের প্র্যাকটিসের (অনুশীলন) বিষয়ে নীতিমালা প্রণয়ন করার জন্য একটি কমিশন গঠন করার নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া চিকিৎসার নামে মানুষের জীবন নিয়ে বাণিজ্য করা যাবে না বলেও মন্তব্য করেছেন আদালত।