বোলিং অ্যাকশনের হতাশা নিয়ে দেশ ছাড়ছেন আলিস

সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের অভিষেক ম্যাচেই বিশ্বরেকর্ড গড়েন ঢাকা ডায়নামাইটসের তরুণ স্পিনার আলিস আল ইসলাম। বিপিএলের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেন তিনি।

কিন্তু প্রথম ম্যাচের পর থেকেই তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে। তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ নাসু।

যার ফলে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে তাকে। আর তাই বোলিং অ্যাকশন পরীক্ষার জন্য ভারতের চেন্নাইয়ে অবস্থিত আইসিসির বায়োমেকানিক ল্যাবে পাঠানো হচ্ছে আলিসকে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ডায়নামাইটসের প্রধান কোন কোচ খালেদ মাহমুদ সুজন।

এ প্রসঙ্গে সাংবাদিকদের সুজন বলেন, ‘আলিসকে এক সপ্তাহের মধ্যেই ভারতের চেন্নাই পাঠানো হবে। বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ায় সেখানে পুনরায় তার বোলিং অ্যাকশন পরীক্ষা করা হবে।’

সদ্য শেষ হওয়া বিপিএলে ঢাকার জার্সিতে আলিস মোট চারটি ম্যাচ খেলেছিল। মূলত ইনজুরির কারণেই বিপিএল থেকে ছিটকে যেতে হয়েছিল তাকে।