ব্যর্থতা স্বীকার করেই নিলেন মার্সেলো

সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদের খেলোয়ারদের মধ্যে ট্রলের শিকার হচ্ছেন মার্সেলো। ভক্তদের নিন্দার পাত্র হচ্ছেন তিনি। আর এর কারণ হল তার বাজে পারফর্মেন্স।

সর্বশেষ জিরোনার বিপক্ষে দ্বিতীয় গোলটির সময়ও ভুল করেছেন তিনি। পোর্তো তার সাথে থাকলেও প্রতিপক্ষের এই তারকার কাছে পৌছাতে পারেনি মার্সেলো।

সব মিলিয়ে চলতি মৌসুমে মার্সেলোর ফর্ম যাচ্ছে বাজে। যার কারণে সোলারিও তাকে আর নিয়মিত একাদশে রাখতে চাননা খুব একটা। তার স্থানে খেলেন সার্জিও রিগুইলন। আর কেন খেলেন সেটাই গতকাল ম্যাচ শেষে রিয়ালের ফ্যানপেজে যেন প্রমান দেয়া হয়।

সেখানে মার্সেলো এবং রিগুইলনের ছবি দিয়ে দুই জনের শুরুর একাদশে থাকা ম্যাচ গুলোর ফলাফল দেয়া হয়।

সেখানে ৯টি ম্যাচে শুরুর একাদশে থাকা মার্সেলোর মাত্র ১টি ম্যাচে এসেছে জয়। অন্যদিকে ৮ ম্যাচে শুরুর একাদশে থাকা রিগুইলন জয় পেয়েছে প্রতিটিতেই।

এই পোষ্টের ক্যাপশনে তারা লিখেন, কেন মার্সেলো শুরুর একাদশে থাকবে নিয়মিত? আমি তাকে ভালোবাসি কিন্তু আমাদের বাস্তবা বুঝতে হবে।

নিজের ব্যর্থতা মেনে নিয়ে মার্সেলো আবার লিখেন, সব কিছুই আমার ভুল!!! আমাদের সামনে এগিয়ে যেতে হবে।