ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণ জানালেন তামিম

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ দল। বাংলাদেশ সময় ভোর ৪টায় অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৫৯.২ ওভারে ২৩৪ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ দল।

দলের হয়ে সর্বোচ্চ ১২৬ রান করেন তামিম ইকবাল। এছাড়াও সাদমান ২৪, লিটন ২৯, মাহমুদউল্লাহ ২২ রান করেন। যার ফলে প্রশ্ন উঠছে তামিম ভালো করতে পারলে বাকিরা কেন পারেনি? ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণ জানিয়েছেন তামিম।

প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি যখন ব্যাটিং করতে যাই, যখন আমার এক-দুইটা বাউন্ডারি হয়ে যায়, তখন সত্যি কথা, ওভাবে কোনো কিছু মনে হয়নি। হ্যাঁ ওরা ভালো বল করছিলো এটা ঠিক। যদি আমাদের ডিসমিসালগুলো দেখেন আমরা কিন্তু তেমন কোনো ব্রিলিয়ান্ট ডেলিভারিতে আউট হয়নি। হ্যাঁ তারা তাদের পরিকল্পনা কাজে লাগাতে পেরেছে। সেখানেই তারা সফল হয়েছে। আমরাই ভুল শট খেলে আউট হয়েছি।’

তিনি আরো বলেন, ‘কালকে আর পরশু উইকেটটা ভালো থাকবে। একটু ধীর গতি যা আছে তা কালকের মধ্যেই কেটে যাবে। আসলে আমাদের জন্য স্কোরটা বাড়ানো খুব গুরুত্বপূর্ণ ছিলো।’