ব্যাটিংয়ে রংপুর, দু’দলের একাদশে একাধিক পরিবর্তন

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্রথম কোয়ালিফায়ারে আজ সোমবার (৪ ফেব্রুয়ারি) মাঠে নেমেছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি।

আজকের ম্যাচে যে দল জিতবে সেই দল সরাসরি ফাইনালে উঠে যাবে। আর যে দল হেরে যাবে তার সামনে রয়েছে একটি সুযোগ। এলিমিনেটর ম্যাচের জয়ী দল ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খেলে ফাইনালে উঠার আরো একটি সুযোগ পাবে তারা।

এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশঃ তামিম ইকবাল, এনামুল হক বিজয়, শামসুর রহমান, ইমরুল কায়েস (অধিনায়ক), এভিন লুইস, থিসারা পেরেরা, সঞ্জিত সাহা, শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান।

রংপুর রাইডার্স একাদশঃ ক্রিস গেইল, মেহেদী মারুফ, ফরহাদ রেজা, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), বেনি হাওয়েল, নাহিদুল ইসলাম, রাইলি রুশো, রবি বোপারা, সোহাগ গাজী, শফিউল ইসলাম।