বড় চমকে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল ঘোষণা

অবশেষে জাতীয় দলে ফিরলেন দুই মারমুখী ব্যাটসম্যান ক্রিস গেইল ও এভিন লুইস। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তাছাড়া ওয়ানডে দলে প্রথমবারের মত ডাক পেলেন বাঁ-হাতি ব্যাটসম্যান নিকোলাস পুরান। এছাড়া দলেও ফিরেছেন অধিনায়ক জেসন হোল্ডার ও অ্যাশলে নার্স।

এর আগে গত বছরের জুলাইয়ে দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন গেইল। এরপর বছরের শেষ দিকে ভারত ও বাংলাদেশ সফরের জন্য বিবেচিত হয়েছিলেন তিনি। কিন্তু আফগানিস্তান ও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে খেলার জন্য ওই দুই সফরে যেতে রাজি হননি টি-টোয়েন্টির ‘ইউনিভার্স বস’।

তাছাড়া ভারত ও বাংলাদেশ সফরে খেলতে পারেননি লুইসও। ব্যক্তিগত কারণ দেখিয়ে ভারত সফর থেকে সড়ে দাঁড়ান তিনি। এরপর বাংলাদেশ সফরের জন্য দলে জায়গা হয়নি লুইসের। গেইলের মত লুইসও শেষ ওয়ানডে খেলেছিলেন গত বছরের জুলাইয়ে, বাংলাদেশের বিপক্ষে সিরিজে।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৮টি টি-টোয়েন্টি খেলে এবার ওয়ানডে দলে ডাক পেলেন পুরান। টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের জাত চিনিয়েছেন তিনি। গত নভেম্বরে ভারতের বিপক্ষে এক ম্যাচে ২৫ বলে ৫৩ রানের ইনিংস খেলেন পুরান। এছাড়া চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ১১ ম্যাচে ৩৭৯ রান করেছেন তিনি। এখন অবধি বিপিএলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক পুরান।

এদিকে সর্বশেষ বাংলাদেশ সফরের দলে থাকলেও ইংল্যান্ডের বিপক্ষে ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি মারলন স্যামুয়েলস, চন্দরপল হেমরাজ, কাইরন পাওয়েল, সুনীল অ্যামব্রিস, রোস্টন চেজ ও কালোর্স ব্র্যাথওয়েটের। বার্বাডোজে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম দুই ওয়ানডের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল :
জেসন হোল্ডার (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, দেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ, এভিন লুইস, অ্যাশলে নার্স, কিমো পল, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, কেমার রোচ ও ওশানে টমাস।