বড় স্কোরের আভাস দিয়েই প্রথম দিন শেষ করলো নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় ভোর ৪টায় অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২৩৪ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ দল।

দলের হয়ে সর্বোচ্চ ১২৬ রান করেন তামিম ইকবাল। এছাড়াও সাদমান ২৪, লিটন ২৯, মাহমুদউল্লাহ ২২ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে নেইল ওয়াগনার ৫টি, টিম সাউদি ৩টি, ট্রেন্ট বোল্ট ও কলিন ডি গ্র্যান্ডহোম ১টি করে উইকেট শিকার করেন।

প্রথম ইনিংসে বাংলাদেশের দেয়া ২৩৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে নিউজিল্যান্ডের দুই ওপেনার টম লাথাম ও জিত রা‍ভাল। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে ভালো অবস্থানে থেকেই প্রথম দিন শেষ করলো নিউজিল্যান্ড।

প্রথম দিন শেষে রাভাল ৫১ রানে ও লাথাম ৩৫ রানে অপরাজিত ছিলেন। অন্যদিকে নিউজিল্যান্ডের স্কোর ২৮ ওভারে ৮৬ রান।

বাংলাদেশ একাদশঃ ​​​তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন।

নিউজিল্যান্ড একাদশঃ কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম, জিত রা‍ভাল, রস টেলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং (উইকেটকিপার), কলিন ডি গ্র্যান্ডহোম, টড অ্যাস্টল, টিম সাউদি, নেইল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট।