ভক্তদের জন্য তামিমের বিশেষ বার্তা

গত এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ভাঙ্গা হাত নিয়ে ওপেনার তামিম ইকবালের ব্যাটিংয়ের গল্প সবারই জানা। এবার মাধ্যমিক পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্নের উদ্দীপক বিভাগে তামিমের ঐ সাহসিকতার ঘটনা এবং মুশফিকের দৃঢ়তা নিয়ে প্রশ্ন এসেছিলো। দেশের শিক্ষা ব্যবস্থায় ক্রিকেটারদের এই ঘটনা অন্তর্ভুক্ত হওয়ায় গর্বিত তামিম। তাছাড়া কৃতজ্ঞতা জানিয়েছেন, শিক্ষা বোর্ডের প্রতিও।

এদিকে তামিম-মুশফিকের ঐ ঘটনা মাধ্যমিক পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্নের উদ্দীপক বিভাগে তুলে ধরা হয়। দেশের শিক্ষা ব্যবস্থায় ঐ ঘটনা স্থান পাওয়ায় গর্বিত ড্যাশিং এই ওপেনার।

এদিকে দেশের বেসরকারি এক গণমাধ্যমে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তামিম বলেন, ‘আমি জানি এসএসসি পরীক্ষা আমাদের সবার জীবনে কত গুরুত্বপূর্ণ। ওখানে একটা ছোট পার্ট, আমার নামও আছে। এটা অবশ্যই গর্বের বিষয়।’

আর ঐ ঘটনায় নয়নমণি হয়ে উঠা তামিম। তার ভক্তদের দিলেন বার্তা। তামিম বলেন, ‘যারা আমাকে আইডল মানেন, আমার দায়িত্বগুলো আশা করি আমি ঠিকভাবে পালিন করছি। আমি চেষ্টা করবো যাতে সবকিছু আরো ভালোভাবে করতে পারি। যেনো মানুষের আইডল হতে পারি।’

এ সময় সন্তান ভবিষ্যতে আরহাম ক্রিকেটার, ফুটবলার কিংবা অন্য কোনো খেলোয়াড় হতে চাইলে সেটা তার ওপরেই ছেড়ে দিয়েছেন বাবা তামিম ইকবাল। তামিম বলেন, ‘ওর জন্য তো অবশ্যই একটা মেসেজ থাকবে কিন্তু ও বড় হয়ে কোন ফিল্ডে যায় সেটাই হলো ডিপেন্ড করে। সে যদি স্পোর্টসের আসতে চায় তাহলে একরকম আবার যদি অন্য কোন পেশায় যেতে চায় সেটা অন্য জিনিস। সত্যি কথা বলতে, আমি আশা করি একজন ভালো বাবা হতে পারবো।’