ভারতকে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিলেন ইমরান খান

গেল বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপুরায় সেনা বহরে সন্ত্রাসবাদী হামলা চালায় জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। ভয়াবহ এই জঙ্গি হামলায় ভারতের প্রায় ৪৪ জন সেনা নিহত হয়েছে। আর এই ঘটনার জন্য পাকিস্তানের উপর দোষারোপ করছে ভারত।

এবার কাশ্মীরের সেই ঘটনায় মুখ খুলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দু’দেশের এমন উত্তেজনায় একে অপরের হাইকমিশনারকে এরইমধ্যে তলব হয়ে গেছে। এবার ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইমরান খান।

আজ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এক ভিডিও বার্তায় ইমরান খান বলেন, ‘কাশ্মীর হামলার পর পাকিস্তানকে ভারত হামলা করলে, সেটার জবাব দেবো আমরা।’

তিনি আরো বলেন, ‘নির্বাচন সামনে বলে পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। কিন্তু এ ব্যাপারে আমরা সিরিয়াস। এই হামলার সঙ্গে পাকিস্তানের জড়িত থাকার বিষয়টি প্রমাণ করতে পারলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এটা ভাবার কোনো কারণ নেই যে, পাকিস্তান প্রতিশোধ নিতে পারবে না। আমরা কিন্তু তাতে সক্ষম।’