ভারতের বিশ্বকাপ দলে তরুণ তারকাকে চাচ্ছেন আশিস নেহরা

চলতি বছরের মে মাসে পর্দা উঠতে যাচ্ছে ২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের। আগামী ৩০ মে ওভালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের ইংল্যান্ড বিশ্বকাপের। আর আসন্ন এই বিশ্বকাপের ভারতীয় দলে তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্তকে চান দলের সাবেক পেসার আশিস নেহরা।

পন্তকে ভারতের বিশ্বকাপ দলে রাখার কারণও জানিয়েছেন তিনি। ভারতীয় বার্তা সংস্থা টিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে নেহরা বলেন, ‘একটা দলে অনেকেই কিছু না কিছু অবদান রাখতে পারে। কিন্তু বিশ্বকাপের মতো বড় মঞ্চে দরকার এক্স ফ্যাক্টর খেলোয়াড়। ঋষভ পন্ত শুধু অবদানই রাখতে পারে না, ও একজন নিখাদ ম্যাচ-উইনার। ওকে বিশ্বকাপে রাখা উচিত।’

তিনি আরো বলেন, ‘ভারতীয় ব্যাটিং লাইনআপে শিখর ধাওয়ান ছাড়া প্রথম সাতে কোনো বাঁহাতি নেই। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনে আপনার বিচিত্র দরকার। তাছাড়া ও এক থেকে সাত, যে কোনো পজিশনে ব্যাট করতে পারে। ফলে বিরাট কোহলি ও টিম ম্যানেজমেন্ট ওকে ফ্লোটার হিসেবে ব্যবহার করতে পারে।’

নেহরা আরো বলেন, ‘ও খুব সহজে ছয় মারতে পারে। ছয় মারার দিক দিয়ে ও রোহিত শর্মার ঠিক পরেই থাকবে। বিশ্বকাপে ভারতের এরকম একজন ব্যাটসম্যান খুবই দরকার।’