ভারতের বিশ্বকাপ দলে তার থাকা নিয়ে এখন আর কোনো প্রশ্ন উঠবে না : গাঙ্গুলী

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শেষ করে দেশে ফিরেছে ভারত দল। দুই সফরেই ওয়ানডে সিরিজে জয় পেয়েছে ভারত। অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে ও নিউজিল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়েছে তারা। তবে টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি ভারত।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ ব্যবধানে ড্রয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হেরেছে ভারত। তবে এই দুই সফর শেষে ভারতের প্রাপ্তি অনেক কিছু। আর এই প্রাপ্তি থেকে সেরাটা বেছে নিয়েছেন ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘মহেন্দ্র সিংহ ধোনি এই লম্বা বিদেশ সফর থেকে ভারতীয় দলের মূল প্রাপ্তি। এই দু’টি সফরের পর হয়তো আর কোনও প্রশ্ন উঠবে না যে ধোনি বিশ্বকাপগামী ভারতীয় দলে থাকবেন কিনা।’

তিনি আরো বলেন, ‘২০১৮ তে ১৩টি ওয়ানডে ম্যাচে মাত্র ১৭৫ রান করেছিলেন তিনি। কিন্তু চলতি বছরে আবার সেই পুরনো মেজাজে ধোনি। অস্ট্রেলিয়া সিরিজে পরপর তিনটি ম্যাচে হাফ সেঞ্চুরির হ্যাটট্রিক করার সঙ্গে সঙ্গে দখল করেন একাধিক ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কারও। ১২১ গড়ের সঙ্গে ৫টি ম্যাচে অস্ট্রেলিয়ায় তিনি সর্বমোট ২৪২ রান করেন।’