ভারতে বিরুদ্ধে হুঙ্কার ছাড়লেন পাকিস্তানের প্রেসিডেন্ট

আমাদের অন্য কোনো দেশের বিরুদ্ধে কোনো খারাপ অভিপ্রায় নেই। তবে আমরা আমাদের মাতৃভূমিকে যেকোনো ধরনের হামলা থেকে রক্ষা করতে জানি বলে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রেসিড্ন্টে ডা. আরিফ আলভি। খবর দিয়েছেন রেডিও পাকিস্তান।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ইসলামাবাদে ‘মিডিয়া এন্ড কনফ্লিক্ট’ শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পাকিস্তানকে রক্ষার হুঙ্কার দিয়ে আরিফ আলভি বলেন, ”আমাদের সশস্ত্র বাহিনীর সন্ত্রাসবাদের বিপদ মোকাবেলা করার বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে। সাহসী পাকিস্তানি সশস্ত্র বাহিনী সন্ত্রাসবাদের ক্ষোভকে যথাযথভাবে পরাজিত করতে সক্ষম হয়েছে। এবং সমগ্র বিশ্ব সন্ত্রাসবাদের এই বিপদ কাটিয়ে উঠার জন্য আমাদের কাছ থেকে শিক্ষা নিতে পারে।”

পাক প্রেসিডেন্টের পাকিস্তানকে রক্ষার হুঙ্কারের কয়েক ঘণ্টা আগে সীমান্ত রেখা এলওসি পেরিয়ে পাকিস্তানের ভেতরে ভারতীয় বিমান বাহিনী হামলা চালিয়েছে। এতে প্রায় ৩০০ ‘জঙ্গি’ প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।