মাঠে গড়াচ্ছে পিএসএলের চতুর্থ আসর, দেখে নিন ছয় দলের স্কোয়াড

আগামীকাল বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) পর্দা উঠতে যাচ্ছে পাকিস্তানের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চতুর্থ আসরের। গত আসরের মত এবারের আসরেও পিএসএলে অংশ নিচ্ছে ছয়টি দল।

দলগুলো হল- ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস, পেশোয়ার জালমি, লাহোর কালান্দার, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও মুলতান সুলতান্স। ১৪ ফেব্রুয়ারি থেকে আগামী ১৭ মার্চ পর্যন্ত চলবে পিএসএলের চতুর্থ আসরের। মোট ৩৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবারের পিএসএলে।

আরব আমিরাতের শারজাহ, দুবাই ও আবুধাবিতে মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর বাকি ম্যাচগুলো অর্থ্যাৎ গ্রুপ পর্বের শেষ চারটিসহ প্লে-অফ ও ফাইনাল ম্যাচ হবে পাকিস্তানের মাটিতে। পাকিস্তানের করাচি ন্যাশনাল স্টেডিয়াম এবং লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের শেষ চারটি ম্যাচ ও প্লে-অফসহ ফাইনালের ম্যাচগুলো।

একনজরে পিএসএলের ছয় দলের স্কোয়াড দেখে নিন-

পেশোয়ার জালমিঃ ড্যারেন স্যামি (অধিনায়ক), কামরান আকমল, ওয়াহাব রিয়াজ, হাসান আলী, সামিন গুল, খালিদ ওসমান, উমাইদ আসিফ, লিয়াম ডসন, মিসবাহ-উল-হক, কাইরন পোলার্ড, ডেভিড মালান, উমর আমিন, শোয়েব মাকসুদ, ওয়েনি মাডসেন, নাবি গুল, জামাল আনোয়ার, ক্রিস জর্ডান, ইবতিসাম শেখ, সামিউল্লাহ, ওয়াকার সালামখেইল।

কোয়েটা গ্লাডিয়েটরসঃ সরফরাজ আহমেদ (অধিনায়ক), উমর আকমল, আহমেদ শেহজাদ, শেন ওয়াটসন, রিলে রুশো, মোহাম্মদ নেওয়াজ, আনোয়ার আলী, মোহাম্মদ আজম খান, সাউদ শাকিল, সুনিল নারাইন, সোহেল তানভীর, ডুয়েইন ব্র্যাভো, ফাওয়াদ আহমেদ, জালাত খান, মোহাম্মদ আসগর, দানিস আজিজ, আহসান আলী, গোলাম মুদাসসর, নাসিম শাহ, হ্যারি গুরনে।

করাচি কিংসঃ ইমাদ ওয়াসিম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, রবি বোপারা, উসমান খান, মোহাম্মদ আমির, কলিন ইনগ্রাম, কলিন মুনরো, সিকান্দার রাজা, অওয়াইস জিয়া, উসামা মির, অ্যারন সামারস, সোহেল খান, ইফতিখার আহমেদ, আলি ইমরান, আবরার আহমেদ, আমির ইয়ামিন, জাহিদ আলি, বেন ডান্ক, লিয়াম লিভিংস্টোন।

মুলতান সুলতানঃ শোয়েব মালিক (অধিনায়ক), শান মাসুদ, উমর সিদ্দিক, মোহাম্মদ জুনায়েদ, মোহাম্মদ ইরফান, জুনায়েদ খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ ইরফান খান, শহীদ আফ্রিদি, জয় ডিনলে, নিকোলাস পুরান, কায়েস আহমেদ, শাকিল আনসার, লাউরি ইভানস, নোমান আলী, ডান ক্রিশ্চিয়ান, টমি মুরস, আলী শফিক, মুহাম্মদ ইলয়াস, আন্দ্রে রাসেল।

লাহোর কালান্দার্সঃ মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), ফাখার জামান, হারিস সোহেল, এবি ডি ভিলিয়ার্স, ইয়াসির শাহ, সোহেল আক্তার, শাহিন শাহ আফ্রিদি, রাহাত আলী, আগা সালমান, হাসান খান, অ্যানটন ডেভিস, কার্লোস ব্র্যাথওয়েট, কোরি অ্যান্ডারসন, সন্দীপ লামিচান, মোহাম্মদ ইমরান, উমাইর মাসুদ, ব্র্যান্ডন টেইলর, গওহর আলী, আইজাজ চিমা, হারিস রউফ, ডেভিড ওয়াইজ, হারদুজ ভিলজয়েন।

ইসলামাবাদ ইউনাইটেডঃ মোহাম্মদ সামি (অধিনায়ক), লুক রনকি, শাহিবজাদা ফারহান, আসিফ আলি, হোসাইন তালাত, ফাহিম আশরাফ, জাফর গওহর, ওয়াক্কাস মাকসুদ, রুম্মান রাইস, শাদাব খান, ইয়ান বেল, ফিলিপ সল্ট, ক্যামেরুন ডেলপোর্ট, সমিত প্যাটেল, মুহাম্মদ মুসা, ওয়াইন পার্নেল, জহির খান, ইমাদ বাট, রিজওয়ান হোসাইনি, নাসির নাওয়াজ।