মাঠে নামার আগে কথা দিলেন তামিম

আগামী ২০ ফেব্রুয়ারি ডানেডিনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে মাঠে নামছে বাংলাদেশ। এদিকে প্রথম দুই ম্যাচে জয়ের দেখা পায়নি টাইগাররা। এর আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে দুইবার হোয়াইটওয়াশ করলেও তাদের মাটিতে একবারও সফল হতে পারেনি বাংলাদেশ।

মূলত কিউইদের বাউন্সি পিসে বারবারই হতাশ হয়ে ফিরতে হয়েছে টাইগারদের। এবারও সে পথে সফরকারীরা। আর তা কেন হচ্ছে আদৌ জানা নেই দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের। প্রকৃতপক্ষে তামিম বুঝতেই পারছেন না কেন এমনটা হচ্ছে বারবার।

এদিকে তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে গণমাধ্যমকে বলেছেন, ‘জানি না কেন আমরা তাদের এখানে হারাতে পারছি না। নিউজিল্যান্ডে তো আমরা আগেও তিন চারবার এসেছি। আমরা তাদের আয়ারল্যান্ড আর ইংল্যান্ডে হারিয়েছি। এখানে হারাতে না পারার কোনো কারণ নেই।’

এদিকে শেষ ওয়ানডেতে দলের কি করণীয়, জানিয়ে দিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তামিম ইকবাল বলেন, ‘প্রথম ১০ ওভারে বেশি উইকেট হারানোটাই কাল হয়েছে। এবার আর এমন ভুল করা চলবে না। যেই আসুক, সময় নিয়ে ব্যাট করতে হবে। সত্যি করে বলতে আমি আশা করছি, প্রথম ১০ ওভারে আমরা ম্যাচ খুইয়ে ফেলব না।’

‘কারণ যদি প্রথম ১০ ওভারেই উইকেট হারিয়ে ফেলেন, তবে ফেরা কঠিন। আমার মনে হয়, প্রথম দুই ম্যাচে আমরা সেই ভুলটাই করেছি। যার মূল্য দিতে হয়েছে। আশা করছি, আগামী ম্যাচে এমনটা হবে না।’