মাঠে নামার আগে তামিমদের রোডসের সতর্কবার্তা

আগামী ২৮ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর ৪টায়। ইনজুরির কারণে দলের বাইরে আছেন অধিনায়ক সাকিব আল হাসান।

অন্যদিকে ইনজুরিতে ভুগছেন দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। যার ফলে প্রথম টেস্টে তাকে দেখা যেতে নাও পারে। যার ফলে দলের হাল ধরতে হবে তামিম-সাদমানদের। তবে এর আগে কিউই তারকা দুই পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির গতি ও সুইং সামলাতে হবে টাইগার ব্যাটসম্যানদের।

বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস বলেন, ‘এই উইকেট বাংলাদেশের থেকে অনেক আলাদা। এখানেও ওয়েস্ট ইন্ডিজের মতো উইকেটে পেস-বাউন্স থাকবে। সঙ্গে সেখানকার থেকেও কিছুটা বেশি সুইং। বাংলাদেশ দল এগুলোর সঙ্গে মানিয়ে নিতে গত ছ’মাস ধরে অনুশীলন করছে। শুধু এই সিরিজের জন্য শেখার চেষ্টা করছে এমন নয়।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি, টেস্টে গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই আমাদের কিছু জায়গায় উন্নতি করার আছে। আমাদের ফ্রন্ট ফুট এবং ব্যাক ফুটে ভালো ব্যাটিং করতে হবে। সঙ্গে বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে হবে। আমরা বুঝতে পেরেছি, দেশের বাইরে খেলতে গেলে আমাদের পেস, বাউন্স এবং সুইংয়ের সঙ্গে মানিয়ে নিতে হবে।’