মাশরাফির জন্য এটা অবশ্যই প্রয়োজনীয় : সুজন

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহেই মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের আসন্ন মৌসুম। গতবারের ক্লাব ঢাকা আবাহনীর হয়েই এবারের মৌসুম মাতাবেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বর্তমানে তিনি নিউজিল্যান্ড সফরে আছেন। সেখান থেকে দেশে ফিরে কিছুদিন বিশ্রামের পর তিনি টুর্নামেন্টের মাঝপথ থেকে নিয়মিত খেলবেন। ডিপিএলের গত মৌসুমে বল হাতে সর্বোচ্চ ৩৯টি উইকেট শিকার করেছিলেন মাশরাফি। মাশরাফিকে দলে পেয়ে খুশি হয়েছেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন।

আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে বলেন, ‘অবশ্যই আমার মনে হয় প্রিমিয়ার লীগে প্রতিযোগিতায় ঠাসা ক্রিকেট হয়। আর মাশরাফিও সবসময় প্রতিদ্বন্দ্বিতা চায়। ওর জন্য তো এবারের লিগ অবশ্যই প্রয়োজনীয়। তবে ওকে যতটুকু ব্রেক দিয়ে খেলানো যায় সেটাও মাথায় রাখতে হবে। আমাদের বিশ্বকাপও অনেক গুরুত্বপূর্ণ।’

তিনি আরো বলেন, ‘তবে মাশরাফি যতটুকু খেলে নিজের শতভাগ উজাড় করেই খেলে। ওর ১০ তারিখ পর্যন্ত একটা বিরতি আছে, আমরাও সেটা জানি। সে যদি আবাহনীর দুই-তিনটা ম্যাচ মিস করে তাতেও ক্ষতি নেই। মাশরাফি আবাহনীর জন্য অনেক বড় ব্যাপার। সামনে থেকে নেতৃত্ব দেয়ার মত দারুণ একটা ছেলে। তার নেতৃত্ব আবাহনী গতবারের চ্যাম্পিয়ন। এবারের মাশরাফির জন্য গুরুত্বপূর্ণ, একই সাথে আবাহনীর জন্যও সমান গুরুত্বপূর্ণ।’