মাশরাফিসহ রিটেইন ক্রিকেটারদের তালিকা প্রকাশ

আসন্ন ঢাকা প্রিমিয়ার লীগ আসরের (ডিপিএল) রিটেইন ক্রিকেটারদের একটি তালিকা প্রকাশ করেছে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পাশাপাশি রিটেইন ক্রিকেটারদের পারিশ্রমিকের তালিকা প্রকাশ করেছে । টুর্নামেন্টটিতে প্রতিটি দল তিন জন করে ক্রিকেটার রেখে দেয়ার সুযোগ পাচ্ছে।

গত আসরের চ্যাম্পিয়ন দল আবাহনী লিমিটেড তিন ক্রিকেটারদের মধ্যে রেখে দিয়েছে মাশরাফি বিন মর্তুজা, মোসাদ্দেক হোসেন সৈকত এবং নাজমুল হোসেন শান্তকে। এবারের তালিকায় ‘এ’ প্লাস ক্যাটাগরিকে ধরা হয়েছে সর্বোচ্চ। ‘এ’ প্লাস ক্যাটাগরিতে রিটেইন ক্রিকেটারদের মধ্যে থাকছেন মাশরাফি বিন মর্তুজা এবং ইমরুল কায়েস।

আবাহনী লিমিটেডের হয়ে মাঠে নামা মাশরাফি পাবেন ৩৫ লাখ টাকা করে। ইমরুল কায়েস খেলবেন গাজি গ্রুপ ক্রিকেটার্সের হয়ে। তার মূল্য ধরা হয়েছে ২৫ লাখ টাকা।

‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন ১০ ক্রিকেটার। এদের মধ্যে আবাহনীর মোসাদ্দেক হোসেন সৈকত পাবেন ২০ লাখ এবং নাজমুল হোসেন শান্ত পাবেন ২২ লাখ টাকা। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মোহাম্মদ জিয়াউর রহমান এবং নুরুল হাসান সোহান পাবেন ২০ লাখ করে। লিজেন্ডস অফ রুপগঞ্জের হয়ে মোহাম্মদ নাঈম ইসলাম পাবেন ২১ লাখ টাকা।

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের ফরহাদ রেজা এবং মার্শাল আইয়ুবের মূল্য ধরা হয়েছে ২২ লাখ টাকা করে। প্রাইম ব্যাংকের আরিফুল হক ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের শুভাগত হোম পাবেন ২০ লাখ টাকা।

অন্য সব ক্রিকেটারদের রাখা হয়েছে বি, বি প্লাস, সি এবং সি প্লাস ক্যাটাগরিতে।

ঢাকা প্রিমিয়ার লীগের রিটেইনশন ক্রিকেটারদের মূল্য তালিকা দেখে নিন এক পলকে-

আবাহনী লিমিটেড মাশরাফি বিন মর্তুজা এ প্লাস ৩৫ লাখ, মোসাদ্দেক হোসেন সৈকত ‘এ’ ২০ লাখ এবং নাজমুল হোসেন শান্ত ‘এ’ ২২ লাখ।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব মোহাম্মদ জিয়াউর রহমান ও কাজি নুরুল হাসান সোহান ‘এ’ ২০ লাখ। মোহাম্মদ তানভির হায়দার খান বি প্লাস ১৮ লাখ।

লিজেন্ডস অফ রুপগঞ্জ মোহাম্মদ নাঈম ইসলাম ‘এ’ ২১ লাখ। মোহাম্মদ আসিফ হাসান ও নাঈম শেখ ‘বি’ ১২ লাখ।

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ফরহাদ রেজা ও মার্শাল আইয়ুব ‘এ’ ২২ লাখ। আরাফাত সানি ‘বি প্লাস’ ১৯ লাখ।

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি রবিউল ইসলাম রবি ‘বি’ ১২ লাখ। মোহাম্মদ মাহিদুল ইসলাম অঙ্কন ও তানভির ইসলাম ‘সি’ ৫ লাখ।

গাজি গ্রুপ ক্রিকেটার্স ইমরুল কায়েস ‘এ প্লাস’ ২৫ লাখ। মেহেদি হাসান ও আবু হায়দার রনি ‘বি প্লাস’ ১৭ লাখ ও ১৮ লাখ।

মোহামেডান স্পোর্টিং ক্লাব রকিবুল হাসান ‘বি প্লাস’ ১৫ লাখ। কাজি অনিক ‘সি প্লাস’ ৮ লাখ। ইরফান শুক্কুর ‘বি’ ১৩ লাখ।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব আরিফুল হক ‘এ’ ২০ লাখ। মোহাম্মদ জাকির হাসান ‘বি’ ১৪ লাখ। মোহাম্মদ আল-আমিন জুনিয়র ‘এ ২২ লাখ।

শাইনপুকুর ক্রিকেট ক্লাব শুভাগত হোম ‘এ’ ২০ লাখ। আফিফ হোসেন ধ্রুব ‘বি’ ১৩ লাখ। তৌহিদ হৃদয় ‘সি প্লাস’ ৮ লাখ।

ব্রাদার্স ইউনিয়ন জুনায়েদ সিদ্দিকি, মিজানুর রহমান এবং ইয়াসির আলি চৌধুরী ‘বি প্লাস’ ১৮ লাখ,১৫ লাখ ও ১৫ লাখ।