মিথুনের পর আরও বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এদিকে তিন ম্যাচের প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশের। এদিকে সিরিজের শেষ ওয়ানডে মাঠে নামার আগে আরও বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ।

এদিকে তৃতীয় ওয়ানডেতে জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুনের একাদশে জায়গা নিয়ে অনিশ্চিয়তা দিয়ে দিয়েছে। মূলত ইনজুরির কারণেই হয়তো আগামী ম্যাচে তাদের সাইটবেঞ্চে বসতে হবে। তবে আপাতত টাইগার টিম ম্যানেজম্যান্টে দু’জনকে ৪৮ ঘণ্টার অবজারভেশনে রেখেছে।

এ ব্যাপারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট গণমাধ্যমকে বলেছেন, ‘মুশফিকুর রহিমের পুরোনো পাঁজরের ব্যথা বেড়ে গেছে। কিন্তু তারপরও তিনি উইকেটে রয়েছেন। আমরা তাকে ৪৮ ঘণ্টার অবজারভেশনে রেখেছি। এরপর সিদ্ধান্ত নেব।’

এদিকে মুশফিকুরের পাঁজরের ব্যথা বাড়ালেও হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন নিউজিল্যান্ড সফরে টানা দুই অর্ধশতক হাঁকানো মোহাম্মদ মিথুন। এ সময় মিথুনের ব্যাপারে খালেদ মাসুদ পাইলট বলেছেন, ‘সিঙ্গেল নেওয়ার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন মিথুন। মুশির মতো তাকেও ৪৮ ঘণ্টার অবজারবেশনে রেখেছি আমরা।’

এর আগে এশিয়া কাপে পাঁজরে ব্যথা নিয়ে খেলেছিলেন মুশফিকুর রহিম। আর সেই পুরোনো ব্যথা এবার বেড়েছে নিউজিল্যান্ড সফরে। যা দলের জন্য খুবই অশানী সংকেত হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ধারাবাহিক মিথুনের ব্যাপারটিও দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।