মৃত্যুর আট বছর পর একুশে পদক পেলেন আজম খান

বাংলাদেশের সঙ্গীত জগতের পপ সম্রাট গুরু আজম খান। সঙ্গীত শিল্পীর পাশাপাশি তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। ২০১১ সালের ৫ জুন ৬১ বছর বয়সে চির বিদায় নিয়ে চলে যান তিনি। মৃত্যুর প্রায় আট বছর পর পপ সঙ্গীতের এ গুরুকে দেয়া হলো রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানা একুশে পদক।

এদিকে এবার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক ২০১৯ দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় সরকার।

এদিকে বুধবার ৬ ফেব্রুয়ারি বিকেলে সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয় একুশে পদকপ্রাপ্তদের তালিকা। সেখানে জানানো হয় আজম খানকে শিল্পকলা- সঙ্গীতে মরণোত্তর এ পদক দেয়ার কথা।

জানা যায়, আগামী ২০ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হয়ে এ পদক তুলে দেবেন। পদকপ্রাপ্ত ব্যক্তিদের হাতে পুরস্কার হিসেবে একটি সোনার পদক, সনদপত্র ও দুই লাখ টাকার চেক তুলে দেয়া হবে।