মেসির সেই খুদে ভক্তকে টার্গেট করেছে তালেবানরা

হঠাৎ করেই সামাজিক মাধ্যমে ভাইরাল একটি শিশুর ছবি। ঘটনাটি ছিল ২০১৬ সালের জানুয়ারি মাসের কথা। আর্জেন্টিনার নীল-সাদা জার্সির মতো প্লাস্টিকের ব্যাগ দিয়ে তৈরি জামা পরনে ছিল ছেলেটি। আর সেই জামার পিছনে লেখা লিওনেল মেসির নাম ও তার জার্সি নম্বর।

আর এমন ছবি দেখে বিস্মিত হয়ে যান স্বয়ং মেসি নিজেও। পরে ফুটবল ক্লাব বার্সেলোনা তাকে কাতারে নিয়ে তার স্বপ্নের নায়কের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে। এর পর থেকেই আলোচিত আফগানিস্তানের সাত বছরের শিশু মুর্তজা আহমেদি।

আর সেই ঘটনার পর থেকেই নিষ্পাপ শিশুটি এখন তালেবানদের টার্গেটে পরিণত হয়েছে। তাদের ধারণা মুর্তজাকে অনেক টাকা দিয়েছেন মেসি। যা তালেবানদের পছন্দ হয়নি।

বিষয়টি নিয়ে মার্কিন সংবাদসংস্থা সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মুর্তজার মা শফিকা বলেন, ‘যখন থেকে আমার ছেলে বিখ্যাত হয়েছে তখন থেকেই আমাদের পরিবারে নানা সমস্যা লেগে আছে। শুধু তালেবানরা নয় আরও কিছু গোত্র আছে যাদের ধারণা মেসি তাকে অনেক টাকা দিয়েছে। আমরা তার স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছি। আমরা সবসময় হুমকির মধ্যে আছি।’

শিশু মুর্তজা কাঁদো কাঁদো কণ্ঠে বলেছেন, ‘আমি যখন ফিরে আসি ওইবার শেষবার আমি আমার বাবাকে দেখেছি। এরপর সে চলে যায়। আমি তাকে আর দেখেনি। আমি তাকে অনেক মিস করি। যখন সে মাকে কল করে আমি কথা বলি।’

মুর্তজা বলেন, ‘তালেবানরা আমার আত্মীয়-স্বজনদের হত্যা করেছে। তারা গাড়ি থামিয়ে যাত্রী হত্যা করে এবং ঘরে খোঁজ করেও মানুষ হত্যা করে। আমাদের এখানে ফুটবল খেলা নিষিদ্ধ করেছে তালেবানরা। এমনকি ঘর থেকেও বের হতে পারি না। মেশিন গান, রকেট, বোমার শব্দ শুনে অভ্যস্ত। মানুষের চিৎকারও শুনি।’