ম্যাচ হারের কারণ জানালেন মাশরাফি

নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ দল। আর সেই ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। প্রথমে ব্যাট করতে নেমে কিউই বোলারদের তাণ্ডবে মাত্র ২৩২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ দল।

জবাবে ব্যাট করতে নেমে ৪৪.৩ ওভারেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড। এতেই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা। আর নিউজিল্যান্ডের বিপক্ষে এমন হারের পিছনে কোনো অজুহাত দেখাতে চান না এবং ব্যাটিং-বোলিং নিয়ে আরো কাজ করার কথা বললেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে মাশরাফি বলেন, ‘অজুহাত দিতে পারব না। কন্ডিশন কাজে লাগাতে আমাদের কমপক্ষে এক সপ্তাহ সময় দরকার, তবে আমি অজুহাত দিতে চাই না।’

সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে টাইগারদের ব্যাটিং সমস্যার সমাধান চান মাশরাফি। তিনি বলেন, ‘ব্যাটিংয়ে আমাদের ধুঁকতে হয়েছে, শুরুতে খুব বেশি উইকেট হারিয়ে ফেলিছিলাম আমরা। আমাদের ব্যাটিং নিয়ে কাজ করতে হবে। একইসঙ্গে বোলিং নিয়েও আমাদের কাজ করতে হবে।’