ম্যানইউ থেকে পিএসজি একধাপ উপরে: ফার্ডিন্যান্ড

উয়েফা চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের প্রথম লেগে ম্যানইউর মাঠে ম্যানইউকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। ইতিহাসে প্রথমবারের মত কোন ফ্রেঞ্চ ক্লাব ম্যানইউর মাঠে এই প্রথমবারের মত জয় পেল।

এই ম্যাচে পিএসজির সেরা তারকা নেইমার ছিল না। এমনকি কাভানিও ছিল না এই ম্যাচে। রাইটব্যাক দানি আলভেস খেলেছেন উইংয়ে। এমন দল নিয়ে কিনা ম্যানইউকে সব বিভাগেই হারিয়ে দিল পিএসজি।

এই ম্যাচের পর সাবেক ম্যানইউ ডিফেন্ডার রিও ফার্ডিন্যান্ড বলেছেন, “পিএসজি দলটি এই মুহুর্তে ম্যানইউ থেকে একধাপ উপরে।”

“এটা ম্যানইউর বাস্তবতা পরীক্ষা করে দিয়েছে। এটা খারাপ জিনিস নয়। এটা থেকে কিছু শেখার আছে।”

“এই ম্যাচে তারা আক্রমনভাগে কিছুই দেখাতে পারেনি। তারা খেলোয়ারদের কাছাকাছিও যেতে পারেনি।”