যুদ্ধে তাদেরকে হারাতে হলে দুই ভাইকে একসঙ্গে লড়াইয়ে নামতে হবে : ওয়াসিম আকরাম

দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপুরায় সেনা বহরে সন্ত্রাসবাদী হামলাকে কেন্দ্র করে তোলপাড় ভারত-পাকিস্তানের রাজনৈতিক অবস্থা। এদিকে ভারতীয় বিমান বাহিনীর দুটি যুদ্ধবিমান ভূপাতিত করে এক পাইলটকে পাকিস্তান আটকের পর উত্তেজনা নতুন মোড় নিয়েছে।

তবে এদিকে ভারতকে সৌহার্দ্যের বার্তা দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। জাতির উদ্দেশ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে আবারো আলোচনায় বসার আহ্বান জানান।

এরপর টুইট বার্তায় ওয়াসিম আকরাম লিখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমি ভারতের কাছে আবেদন করছি, পাকিস্তান তোমাদের শত্রু নয়। তোমাদের শত্রু হল আমাদের শত্রু। কোনো রক্তক্ষয়ের আগে আমাদের বোঝা উচিত, দু’জনেই একই যুদ্ধক্ষেত্রে লড়াই করছি। যুদ্ধে জঙ্গিদের পরাজিত করতে হলে দুই ভাইকে একসঙ্গে লড়াইয়ে নামতে হবে।’