রাজশাহী-১ আসনের এমপি ফারুককে এলাকা ছাড়ার নির্দেশ

আসন্ন উপজেলার নির্বাচনে নির্বাচনী বিধিমালা ভেঙে ভোটের প্রচারে অংশ নেয়ায় রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) ইসির যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান বিষয়টি নিশ্চিত করেন।

এ সংক্রান্ত চিঠি ও নির্দেশনা তারা সংসদ সদস্যের নামে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

চিঠিতে বলা হয়েছে, রাজশাহী-১ আসনের আওতাধীন গোদাগাড়ী উপজেলা পরিষদের একজন চেয়ারম্যান পদপ্রার্থীকে হুমকি দেয়ার অভিযোগ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, এ অবস্থায় যেহেতু আপনি বিধিবহির্ভূতভাবে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন, তাই আপনাকে রাজশাহী-১ নির্বাচনী এলাকা (তানোর-গোদাগাড়ী) ত্যাগ করার নির্দেশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

বিষয় নিয়ে ইসি কর্মকর্তারা জানান, ওমর ফারুক চৌধুরীকে অবিলম্বে নির্বাচনী এলাকা ছাড়ার অনুরোধ করা হয়েছে চিঠিতে।

রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ, কোনো কোনো ভোটারের ভোটকেন্দ্রে যাওয়ার দরকার নেই বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।