রান তাড়া করতে নেমে রেকর্ড গড়ে জিতল ইংল্যান্ড

ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে গড়া হয়েছে রেকর্ড। রেকর্ড গড়েছেন ইংল্যান্ড, রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে সব রেকর্ডের শেষে গিয়ে জয় হয়েছে ইংলিশদেরই।

ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৬০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে ১৩৫ রান করেন গেইল। এই ১৩৫ রান করতে গিয়ে তিনি মেরেছেন ১২টি ছক্কা। এই ১২টি ছক্কা মারার পথে তিনি গড়েছেন রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে এখন সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড তারই।

গেইলের পাশাপাশি রান করেছেন সাই হোপ (৬৪), ড্যারেন ব্রাভো (৪০)। এছাড়াও বাকিদের ছোটছোট ইনিংসে ৩৬০ রানের পাহাড় গড়ে ক্যারিবিয়ানরা।

ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে সব মিলিয়ে ২৩টি ছক্কা মারে যা এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড।

৩৬১ রানের টার্গেটে খেলতে নেমে এবার ৮ বল বাকি থাকতেই ৬ উই্কেটে জিতে যায় ইংল্যান্ড। সেঞ্চুরি করেন জেশন রয় ও জো রুট। রয় ৮৫ লে ১২৩ রান করেন। রুট ৯৭ বলে করেন ১০২ রান। এছাড়া মরগ্যান করেন ৫১ বলে ৬৫ রান।

ইংল্যান্ডের ইতিহাসে এই প্রথম এত রান তাড়া করে জিতল দলটি। এর আগে এত রান তাড়া করে জয়ের রেকর্ড নেই তাদের। একই সাথে ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়ল ইংলিশরা।