রাহুল গান্ধীর থেকে এক আসন পরে বসলেন প্রিয়াংকা গান্ধী

অখিল ভারতীয় কংগ্রেস কমিটির সদস্যদের সঙ্গে প্রথম বৈঠকে বসেন প্রিয়াংকা গান্ধী। তবে তিনি এই বৈঠকে দাদা রাহুল গান্ধীর থেকে এক আসন পরে বসেন প্রিয়াংকা গান্ধী। খবর দিয়েছে এনডিটিভির।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই বৈঠকে বসেন তারা।

বৈঠকে প্রিয়াংকা উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পাশের আসনে বসেন তিনি। তিনি দলের অন্যান্য সাধারণ সম্পাদকের মতো একজন সাধারণ সম্পাদক। আর দলে সবার মর্যাদা সমান বোঝানোর জন্যই তিনি এ দূরত্ব বজায় রেখেছেন।

অখিল ভারতীয় কংগ্রেস কমিটির সদস্যদের বৈঠক নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, উত্তরপ্রদেশের ৮০ লোকসভা কেন্দ্রের মধ্যে ৪৪টির দায়িত্ব পালন করবেন প্রিয়াংকা গান্ধী। বাকি আসনের দায়িত্বে থাকবেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। অখিল ভারতীয় কংগ্রেস কমিটির অফিসে রাহুল গান্ধীর পরের ঘরটি বরাদ্দ করা হয় প্রিয়াংকা গান্ধীর জন্য। এ ছাড়া ওই একই ঘরে আসন রাখা হয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার জন্যও ২৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন প্রিয়াংকা গান্ধী।