রুবেল তাণ্ডবে কাঁপছে রংপুর

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ বুধবার (৬ই ফেব্রুয়ারি) মুখোমুখি হয় ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হয় সন্ধ্যা সাড়ে ছয়টায়। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান।

ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি রংপুরের দুই ওপেনারের। ঢাকার দুর্দান্ত বোলিংয়ে প্রথম দুই ওভারে মাত্র ৬ রান। তবে এরপর শুরু হয় গেইলের তাণ্ডব। তৃতীয় ওভারে বল করতে আসা সাকিবের প্রথম বলে ছক্কা হাঁকার গেইল। আক্রমণে আসে রাসেল। শেষ বলে আবারও ছক্কা হাঁকার গেইল। এরপর শুভাগত হোমের বলে নাদিফ চৌধুরী পরপর তিনটি ছক্কা হাঁকার।

তিন ছয় মেরে পরের বলে ছয় হাঁকাতে গিয়ে বিদায় নিলেন নাদিফ। নাদিফ ১২ বলে ৩ ছয় ও ২ চারে ২৭ রান করেন। এরপর পরে ওভারে বলে করতে আসেন রুবেল হোসেন। প্রথম বলে ফিরিয়ে দেন গেইকে। ১৩ বলে ১৫ রান করেন তিনি। এরপরের রাইলি রুশো তুলে নিলেন। এ ওভারে কোন রান না দিয়ে ২ উইকেট তুলে নেন রুবেল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ওভারে ৩ উইকেট হরিয়ে ৪৬ রান।

দুই দলের একাদশ:

ঢাকা ডায়নামাইটস একাদশঃ সুনীল নারিন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভাগত হোম, উপল থারাঙ্গা, কাজী অনিক, মাহমুদুল হাসান, রুবেল হোসেন।

রংপুর রাইডার্স একাদশঃ ক্রিস গেইল, নাদিফ চৌধুরী, ফরহাদ রেজা, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), বেনি হাওয়েল, নাহিদুল ইসলাম, রাইলি রুশো, রবি বোপারা, নাজমুল ইসলাম অপু, শফিউল ইসলাম।