র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার অবনতি, বাকিদের অবস্থান দেখে নিন

ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করে এশিয়ার প্রথম দেশ হিসেবে ইতিহাস গড়েছে লঙ্কানরা। এদিকে হোয়াইটওয়াশ হওয়ায় র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে দক্ষিণ আফ্রিকার।

সিরিজ শুরু করার আগে দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ছিল ১১০। কিন্তু হোয়াইটওয়াশ হওয়ায় তাদের রেটিং ৫ কমে দাঁড়িয়েছে ১০৫। এরই ফলে র‍্যাঙ্কিংয়ে তৃতীয়তে নেমে গেছে দক্ষিণ আফ্রিকা।

অন্যদিকে ১০৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে অবস্থান করছে নিউজিল্যান্ড। ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার অবস্থান ষষ্ঠস্থানে। তালিকায় শীর্ষে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৬। চতুর্থ এবং পঞ্চমস্থানে আছে যথাক্রমে অস্ট্রেলিয়া (১০৪) এবং ইংল্যান্ড (১০৪)।

সপ্তম, অষ্টম ও নবমস্থানে যথাক্রমে আছে পাকিস্তান (৮৮), উইন্ডিজ (৭৭) ও বাংলাদেশ (৬৯)। অন্যদিকে ১৩ রেটিং পয়েন্ট নিয়ে দশে আছে জিম্বাবুয়ে।