লঙ্কান ক্রিকেটের অধঃপতনের কারণ জানালেন মুরালিধরন

সাবেক লঙ্কান অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন দেশটির ক্রিকেটের দলীয় ও ব্যক্তিগত বাজে পারফরম্যান্সে ক্রমাগত অধঃপতনের মূল কারণ টাকাকে দায়ী করছেন। লঙ্কান ক্রিকেটে শোচনীয় এ অবস্থাকে সহজভাবে মেনে নিতে পারছেন না তিনি।

তিনি বলেন, আমাদের কালে ক্রিকেটে অর্থের এত ঝনঝনানি ছিল না। তবে খেলাটির প্রতি দরদ ছিল। আবেগ নিয়ে খেলতাম। উইকেট নেওয়ার, রান করার তাগিদ ছিল। এখন সেসব নেই।

বর্তমানে তাদের খেলার ধরনই বদলে গেছে জানিয়ে ক্রিকেটের এই কিংবন্তি বলেন, খেলার ধরনই বদলে গেছে। ক্রিকেটাররা অর্থের পেছনে ছুটলে খেলার মান পড়ে যায়। তাদের উদ্দেশে বলি, অর্থের পেছনে ছোটার দরকার নেই। সাফল্য এলে অর্থ, যশ, খ্যাতি, প্রভাব-প্রতিপত্তি-সব এমনিতেই মিলবে।

মুত্তিয়া মুরলিধরন বলেন, দেশের ক্রিকেটে এখন কোনও প্রতিভা উঠে আসছে না। এটা অত্যন্ত চিন্তার বিষয়। একজন কোচ বড়জোর রাস্তাটা দেখিয়ে দিতে পারেন। কিন্তু সাফল্য পেতে হলে নিজেকেই লড়তে হবে।

৯৬ বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া দেশটির হঠাৎই পথচ্যুত ক্রিকেট। সেখানে এখন নানা অনিয়ম, দুর্নীতি, ফিক্সিং কেলেংকারিতে জর্জরিত।