শিক্ষিত মানুষেরা এরকম ব্যবহার করে না : আফ্রিদি

গেল বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপুরায় সেনা বহরে সন্ত্রাসবাদী হামলা চালায় জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। ভয়াবহ এই জঙ্গি হামলায় ভারতের প্রায় ৪৪ জন সেনা নিহত হয়। হামলার দায় স্বীকার করে নেয় পাকিস্তানের এই জঙ্গি গোষ্ঠী।

এই ঘটনায় তোলপাড় দু’দেশের রাজনৈতিক অবস্থা। যার প্রভাব ক্রিকেট বিশ্বেও পড়েছে। এই ঘটনায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচারের দায়িত্ব থেকে সরে দাঁড়ায় ভারতীয় সংস্থা আইএমজি-রিলায়েন্স। এই ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

পাকিস্তানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘কঠিন সময়েই তুমি চিনতে পারবে কে তোমার বন্ধু। ওরা বিশ্বকে কী দেখাতে চাইছে যে ওরা শিক্ষিত? শিক্ষিত মানুষেরা এরকম ব্যবহার করে না।’