শীর্ষে থেকেই বিপিএল শেষ করলেন মাশরাফি

বিপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেট ২২টি। চলতি বিপিএলেও তিনজন বোলার ২২ টি করে উইকেট পেয়েছে। তবে তার আগে ২০১৫ সালে কেভিন কুপার ২২টি উইকেট নিয়েছিল। ২২ টি উইকেট নিয়েছিল সাকিব আল হাসান ২০১৭ সালেও।

এবারও ২২টি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। সাথে আছেন তাসকিন। এই দুজনের সাথে আছেন আরেকজন। তিনি মাশরাফি মর্তুজা।

বিপিএলের এবারের আসরে ১৪টি ম্যাচ খেলে ২২টি উইকেট পেয়েছে মাশরাফি বিন মর্তুজা। বিপিএল থেকে বাদ পড়েছে তার দল। তাই এই বিপিএলে আর খেলা হচ্ছেনা এই তারকার। কিন্তু বাদ হওয়ার আগে বিপিএলের এক আসরের সর্বোচ্চ ২২ উইকেট নিয়েই শেষ করলেন। যদিও এখনো সাকিবের সামনে সুযোগ আছে সবাইকে ছাড়িয়ে যাওয়ার।