শেষ ওয়ানডেতে মাঠে নামার আগে মাশরাফির বার্তা

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের দু’টিতে হেরে এরই মধ্যে সিরিজ হেরেছে বাংলাদেশ দল। আগামীকাল ২০ ফেব্রুয়ারি ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর ৪ টায়।

আর শেষ ম্যাচে জয় দিয়েই ওয়ানডে সিরিজ শেষ করতে চান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এজন্য টপ অর্ডার ব্যাটসম্যানদের কাছে রান চান মাশরাফি। একই সঙ্গে ডানেডিনের উইকেট নিয় বেশ আশাবাদী মাশরাফি।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমি যতটুকু জানি ডানেডিনের উইকেট ব্যাট করার জন্য খুব ভালো। এখানে আমরা টেস্ট খেলেছি আগে। সেখানে আমরা ভাল ব্যাট করেছি, যদিও সেটা টেস্ট ছিল। আমার মনে হয় এখানে নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে ৩৪০ রান তাড়া করে জিতে গিয়েছিল ৪৫ ওভারেই (৩৩৫ রান তাড়া করে জেতে ৫০ ওভারে)। আশা করছি দারুণ ব্যাটিং উইকেট হবে। এটা মাথায় রেখে ভাল পরিকল্পনা করব।’

তিনি আরো বলেন, ‘দুই ম্যাচেই উইকেট ব্যাটিংয়ের জন্য ভাল ছিল কিন্তু আমরা পারিনি। আশা করি কাল টপ অর্ডার রান এনে দেবে।’