সঞ্জিত সাহাকে নিয়ে দোটানায় বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর শেষ হয়েছে গত ৮ ফেব্রুয়ারি। এবারের আসরের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন স্পিনার সঞ্জিত সাহা। কুমিল্লার জার্সিতে ফাইনালসহ তিনটি ম্যাচ খেলেছেন সঞ্জিত।

কিন্তু তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন করেছেন আম্পায়াররা। এই একই অভিযোগের কারণে ২০১৮-২০১৯ মৌসুমে ঘরোয়া লিগে দল পান নি তিনি। কিন্তু তিনি কোন বল চাক করছেন তা সুনির্দিষ্ট ভাবে বলতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যার ফলে সঞ্জিতকে নিয়ে দোটানায় পড়তে হচ্ছে বিসিবিকে। আজ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) মিরপুরের ক্রিকেট একাডেমি মাঠে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছেন সঞ্জিত। সঞ্জিতের অ্যাকশন নিয়ে বিস্ময়কর তথ্য দিলেন বিসিবির ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন ম্যানেজার নাসির উদ্দিন আহমেদ নাসু।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা ইন্টারেস্টিং, সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই তার (সঞ্জিত) বিরুদ্ধে। আম্পায়াররা বলছে, কিছু ডেলিভারি, তবে কোন ধরণের ডেলিভারি সেটা নিয়ে কিছু বলেনি। এবার আমরা চিন্তা করেছি ম্যাচের ভিডিওসহ আম্পায়াদের সঙ্গে বসে তারপর আমরা একটা সিদ্ধান্ত নিবো।’