সবচেয়ে ধনী ১০ ফুটবল ক্লাবের মালিকের তালিকায় নেই রিয়াল-বার্সা

বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্লাবটির নাম রিয়াল মাদ্রিদ। গত বছরেও সবচেয়ে বেশি টাকা আয় করেছে তারা। এছাড়াও ম্যানইউ, বার্সালোনা, জুভেন্টাসের মত ক্লাব গুলো আছে সবচেয়ে বেশি আয় করা ক্লাবের তালিকায়।

তবে আয়ের দিক থেকে যতই থাকুক, ক্লাবের মালিকরা কত টাকার মালিক? এমন হিসাবে বিশ্বফুটবলে টাকার ব্যাংক হিসেবে পরিচিত রিয়াল মাদ্রিদ সভাপতি পেরেজ কিন্তু নেই তালিকায়। দেখুন তালিকায় আছেন কারা

১০. জো লুইস- টটেনহাম- ৩.৮ বিলিয়ন পাউন্ড

০৯. জান জিংদাং- ইন্টার মিলান- ৫.২ বিলিয়ন পাউন্ড।

০৮. শাহিদ খান- ফুলহাম- ৫.৪ বিলিয়ন পাউন্ড।

০৭. নাসের আল খেলাফি- পিএসজি- ৬.২ বিলিয়ন পাউন্ড।

০৬. স্টান ক্রুয়েনকে- আর্সেনাল- ৬.৪ বিলিয়ন পাউন্ড।

০৫. রোমান আব্রামোবিচ- ৮.৩ বিলিয়ন পাউন্ড।

০৪. ফিলিপ আ্যানসকাটজ- লা গ্যালাক্সি- ১০ বিলিয়ন পাউন্ড।

০৩. দ্য আগনেল্লি ফ্যামিলি- জুভেন্টাস- ১০.৪ বিলিয়ন পাউন্ড।

০২. সেখ মনসুর- ম্যানসিটি- ১৭ বিলিয়ন পাউন্ড।

০১. ডিট্রিচ মাটেসচিটজ- নিউ ইয়র্ক রেড বুলস- ১৭.৮ বিলিয়ন পাউন্ড।