সবার উপরে লেভানদস্কি, ইনজুরি নিয়েও তিনে নেইমার

শুরু হয়েছে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ। এরই মধ্যে শেষ হয়েছে ৬টি ম্যাচ। দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগের বাকি আছে ২টি ম্যাচ যা আজ অনুষ্ঠিত হবে।

তবে এই সময়ে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার উপরে আছেন বায়ার্ন তারকা লেভানদস্কি। গতরাতে লিভারপুলের বিপক্ষে ম্যাচে গোল করতে না পারলেও শীর্ষেই আছেন বায়ার্ন তারকা। তার গোল ৮টি।

দুই নম্বরে আছেন মেসি। তার গোল ৬টি। তার সামনে সুযোগ ছিল লেভানদস্কির সাথে ব্যবধান কমানোর। কিন্তু লিওর বিপক্ষে তারাও ব্যর্থ গোল করতে।

তিনে আছেন নেইমার। ইনজুরির কারণে পিএসজির হয়ে দ্বিতীয় রাউন্ডে ম্যাচ না খেলা নেইমারের গোল ৫টি। দলে থাকলে হয়তো গোল আরো বাড়িয়ে নিতে পারত পিএসজি তারকা।

এছাড়াও চ্যাম্পিয়নস লিগে পাঁচটি করে গোল করেছে রোমার জোকো, জুভেন্টাসের দিবালা, হোফেনহেইমের ক্রামারিক, এফসি পোর্তোর মুসা মারেগা এবং আয়াক্সের ধুসান টাডিক।

চারটি করে গোল করেছেন যথাক্রমে- গ্রীজম্যান (অ্যাতলেটিকো), রাফায়েল গুয়েরেইরো (বুরুশিয়া), হ্যারি কেইন (টটেনহাম), ইকার্দি (ইন্টার), এমবাপ্পে (পিএসজি), বেনজামা (৪)।