সমালোচকদের কঠিন জবাব দিলেন সানিয়া মির্জা

গেল বৃহস্পতিবার অবন্তীপুরায় সেনা বহরে সন্ত্রাসবাদী হামলা চালায় জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। ভয়াবহ এই জঙ্গি হামলায় ভারতের প্রায় ৪৪ জন সেনা নিহত হয়েছে। আর এমন ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ না জানানোর কারণে সমালোচিত হয়েছেন দেশটির টেনিস তারকা সানিয়া মির্জা।

এর কঠিন জবাবও দিয়েছেন পাকবধু। তিনি সমালোচকদের উদ্দেশ্যে বলেন, ‘তিনি দেশকে ভালোবাসেন। দেশের জন্যই ঘাম ঝরান। অযথা ঘৃণা না ছড়িয়ে শান্তির জন্য সমালোচকদের প্রার্থনার আহ্বান জানিয়েছেন তিনি। একইসঙ্গে এই টেনিস তারকা বলেন, সোশ্যাল মিডিয়ায় সরব না হলে কি তারকাদের দেশপ্রেম প্রমাণ করা যায় না?’

টুইটে তিনি লিখেন, ‘এই পোস্টটা আমি তাদের জন্য করছি, যারা মনে করেন—তারকাদের উচিত টুইট, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ঘটনার সমালোচনা করে নিজেদের দেশপ্রেম প্রমাণ করা। কেন? আমরা তারকা বলে? আমি যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে, তা বোঝানোর জন্য সোশ্যাল মিডিয়ায় গিয়ে গলা ফাটানোর কোনো প্রয়োজন আমার নেই। অবশ্যই আমরা সন্ত্রাসবাদ এবং সেই সন্ত্রাসবাদ যারা ছড়ায়, তাদের বিরুদ্ধে। যেকোনো সুস্থ মস্তিষ্কের লোকই এ কথা বলবে।’

তিনি আরো লিখেন, ‘আমি দেশের হয়ে খেলি, দেশের হয়ে ঘাম ঝরাই। এভাবেই দেশের সেবা করি। সিআরপিএফ জওয়ান এবং তাদের পরিবারের পাশে আছি আমি। জানি, ওরাই হলেন আসল নায়ক, যারা দেশকে রক্ষা করেন। ভারতের জন্য ১৪ ফেব্রুয়ারি একটি কালো দিন হয়ে থাকবে। এ রকম দিন যেন আর না আসে। এই দিনটি ভোলা সম্ভব নয়, ভুলতে দেওয়া যাবে না। কিন্তু আমি শান্তির জন্যই প্রার্থনা করব এবং আশা করব, আরও ঘৃণা না ছড়িয়ে আপনারাও তাই করবেন।’