সমালোচিত ক্রিকেটারকে বাদ দিয়ে মাঠে নামছে ভারত

চলছে ভারতের-অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। এদিকে সিরিজের প্রথম ম্যাচে গত রবিবার শেষ বলে রুদ্ধশ্বাস উত্তেজনার নাটক জমিয়ে শেষ হাসি হেসেছে সফরকারী অস্ট্রেলিয়া। এদিকে ১ রান তুললে হতো টাই আর ২ রান নিলেই জয়।

আর ম্যাচের শেষ ওভারে উমেশ যাদবের শেষ বলে ২ রান পেলেন কামিন্স। আর তাতে বিরাট কোহালির ভারত বিশাখাপত্তনমে হারল তিন উইকেটে। আর দুই ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

এদিকে আগামীকাল বুধবার ২৬ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় ম্যাচ বেঙ্গালুরুতে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে কোহলি-ফিঞ্চের লড়াই। ভারতের প্রতিশোধের ম্যাচে একাদশে আসতে পারে এক পরিবর্তন।

এদিকে গত ম্যাচে ডেথ ওভার বোলিং নিয়ে মারাত্মক সমালোচনার মুখে পড়েছেন উমেশ যাদব। তাই সিদ্ধার্থ কউলকে তার জায়গায় খেলানো হতে পারে। কারণ পেস বোলিংয়ে যথেষ্ট বৈচিত্র রয়েছে কউলের। তাছাড়া একাদশে আর কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই।

ভারতের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পান্থ, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, ক্রুনাল পাণ্ডিয়া, যশপ্রীত বুমরা, চাহাল, মায়াঙ্কা মার্কাণ্ডে এবং সিদ্ধার্থ কাউল।