সরকার চাইলেই ভারতের না

আগামী ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে এবার প্রতিটি দলই একে অপরের বিপক্ষে ম্যাচ খেলবে একটি করে। অংশ নেয়া ১০টি দলই একে অপরের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। যার কারণে ভারত ও পাকিস্তানের অন্তত একটি ম্যাচ হবেই বিশ্বকাপে।

কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতের সেনা নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করে বিশ্বকাপের এই ম্যাচ না খেলার কথা চলছে ভারতে। ভারতের সব মানুষেরই দাবী হল, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি যেন না খেলা হয়।

এ নিয়ে কি ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড? বোর্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার সর্তে এএনআইকে বলেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি হবে কিনা তা বুঝা যাবে আরো পরে। এখানের আইসিসির কিছুই করার নেই। সরকার যদি আমাদের বলে তাহলে আমরা ম্যাচটি খেলব না।

তবে এখানেও অনেক রকম কথা রয়েছে। তিনি বলেন, সরকার চাইলে আমরা পাকিস্তানের বিপক্ষে খেলব না। কিন্তু আমরা না খেললে ওরা পূর্ন পয়েন্ট পেয়ে যাবে। আর যদি ফাইনালেও ওদের সাথে আমাদের খেলা হয় তাহলে আমরা না খেললে তো ওরা বিশ্বকাপই জিতে যাবে।