সরকার বিরোধী পোষ্ট করা বা লাইক-শেয়ার করতে পারবেনা শিক্ষকরা

ফেসবুকে সরকার বিরোধী কোন পোষ্টে লাইক, কমেন্ট কিংবা শেয়ার করতে পারবেনা শিক্ষকরা। প্রাথমিকের সব শিক্ষক-কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গতকাল সোমবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত সচিব সোহেল আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এই কথা জানানো হয়।

সেখানে বলা হয়, ফেসবুকে সরকারি-বেসরকারি বিভিন্ন স্কুল-কলেজ এবং প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন গ্রুপ রয়েছে যেখানে অনেকেই সরকারের বিরুদ্ধে মন্তব্য করেন যা সরকারের বিভিন্ন সিদ্ধান্তের ব্যাপারে বিভ্রান্ত তৈরি করতে পারে। বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের সজরে আসায় এই ধরনের নির্দেশ জারি করা হয়েছে। ]

আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাথমিক শিক্ষা-সংক্রান্ত সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিমূলক স্ট্যাটাস বা মন্তব্য প্রদান ও শেয়ার করা হতে বিরত থাকতে প্রাথমিক মন্ত্রণালয়ের অধীনস্থ সব শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীসহ সবাইকে বিরত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।