সাকিবকে মিস করছে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচে সাকিব আল হাসানের অভাব বেশ ভালো করেই ফুটে উঠেছে বাংলাদেশ দলে। সাকিবের বল এবং ব্যাটিং দুটোই এখন মিস করছে টাইগাররা।

বিশ্বক্রিকেটে সাকিব আল হাসান বেশ অভিজ্ঞ। বিশ্বের নানান প্রান্তে খেলে বেড়ানো সাকিব আল হাসানের দারুণ অলরাউন্ডার পারফর্মেন্স নিউজিল্যান্ডের বিপক্ষে কাজে লাগবে এমনটাই ভেবেছিল সবাই। কিন্তু একেবারেই শেষ মুহুর্তে সিরিজ থেকে ছিটকে যান তিনি।

দুটি ম্যাচেই বাংলাদেশ চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই দুটি ম্যাচেই প্রথমসারির সব ব্যাটসম্যান ব্যর্থ হয়েছে। রান করেছে কেবল নিচের সারির ব্যাটসম্যানরাই। প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও ভালো করেছে মিঠুন। সাথে প্রথম ম্যাচে সাইফ উদ্দিন এবং দ্বিতীয় ম্যাচে ভালো করেছে সাব্বির। বাকি সব ব্যাটসম্যানরাই ছিলেন ব্যর্থ।

বোলিংয়েও নিউজিল্যান্ডের উইকেটই নিতে পারছেনা বাংলাদেশি বোলাররা। দুটি ম্যাচে মিলিয়ে মাত্র ৪টি উইকেট তুলতে পেরেছে তারা। সব মিলিয়ে একাদশে এখন সাকিবের অভাবটাই বেশি করে ফুটে উঠছে।