সিইসির আগাম হুঁশিয়ারি

আজ ৬ ফেব্রুয়ারি বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচনী কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মসূচিতে- আইনবহির্ভূত কোনো কিছু ঘটলে সংশ্লিষ্ট উপজেলা ও সিটিতে ভোট বন্ধ করে দেয়া হবে বলে আগাম হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

এ সময় অনিয়মের ব্যাপারে ইসি জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে জানিয়ে নূরুল হুদা বলেন, ‘নির্বাচনে কোনো অনিয়মের সঙ্গে আপোষ করা হবে না।’

তাছাড়া মানুষ ভোট দেবে তার পছন্দের প্রার্থীকে, সেই প্রার্থীই ভোটে নির্বাচিত হবেন। প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দেয়া হবে। নূরুল হুদা বলেন, ‘নির্বাচনে কে কোন দলের বা গোষ্ঠীর তা দেখা হবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে ইসি বদ্ধপরিকর।’

এ সময় জাতীয় নির্বাচনে পোলিং এজেন্টদের বের করে দেয়ার যে অভিযোগ বিএনপি করেছে তার বেশিরভাগই ক্ষেত্রেই সঠিক নয় বলে দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার। তাছাড়া তিনি নির্বাচনে পোলিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানান।